Updates

ইন্টার্নশিপ প্রশিক্ষণ

ইন্টার্নশিপ (Internship) ব্যবস্থা:

চিকিৎসকদের ইন্টার্নশিপ (Internship) হচ্ছে সীমিত সময়ে কোনো প্রতিষ্ঠানের মাধ্যমে চিকিৎসা কর্মের অভিজ্ঞতা অর্জন। ইন্টার্নশিপ একজন শিক্ষার্থীকে অধ্যয়ন ও পেশাগত আগ্রহের ভিত্তিতে ক্যারিয়ার সৃষ্টি এবং বিকাশের নতুন ব্যবহারিক দক্ষতা অর্জনের সুযোগ করে দেয়। এটি হচ্ছে চিকিৎসা বিজ্ঞানের তত্ত্বমুলক জ্ঞানে সমৃদ্ধ ব্যক্তিকে উপযুক্ত চিকিৎসকে অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া।

চিকিৎসা বিজ্ঞানে তত্ত্বমুলক জ্ঞানের চেয়ে ব্যবহারিক অনুশীলনের গুরুত্ব সমধিক। চিকিৎসা বিজ্ঞানের তত্ত্বমুলক ব্যবহারিক জ্ঞান নির্ভরযোগ্য কোনো কিতাব অধ্যয়নের মাধ্যমে অর্জন করা যায়, কিন্তু বাস্তব অনুশীলন কোনো প্রতিষ্ঠান এবং দক্ষ ও অভিজ্ঞ চিকিৎসকের সান্নিধ্য ব্যতীত অর্জন হয়না। এজন্য চিকিৎসা বিজ্ঞানের তত্ত্বমুলক জ্ঞান সমৃদ্ধ প্রত্যেক ব্যক্তিকে চিকিৎসক হিসেবে গড়ে তুলতে ইন্টার্নি কোর্স করা আবশ্যক। ইন্টার্ণি ব্যতীত চিকিৎসক হওয়া বিপদজনক। কারণ ইন্টার্ণির মাধ্যমে তত্ত্বমুলক জ্ঞান বাস্তবায়নের প্রশিক্ষণ দেয়া হয়। হাসপাতাল এবং হাসপাতালের বহিঃবিভাগ মূলতঃ মাতাব বা চিকিৎসা কেন্দ্র। এখানে বিভিন্ন ধরনের রোগীর আগমন ঘটে। ফলে বিভিন্ন ধরনের রোগী দেখার অভিজ্ঞতা অর্জন হয়। এজন্য অভিজ্ঞতা অর্জনের লক্ষ্যে প্রত্যেক চিকিৎসকের বহিঃবিভাগে রোগী দেখা আবশ্যক।

এ লক্ষ্যকে সামনে রেখে “বাংলাদেশ বোর্ড অব ইউনানী এন্ড আয়ুর্বেদিক সিস্টেমস্ অব মেডিসিন” প্রণীত ইন্টার্নশিপ ব্যবস্থা ভোলা ইসলামিয়া ইউনানী মেডিকেল কলেজেও চালু রয়েছে। যা একজন শিক্ষার্থীকে চার বছরের তাত্ত্বিক শিক্ষায় উর্ত্তীণ হবার পর অর্জন করতে হয়। এখানে রয়েছে চিকিৎসা বিজ্ঞান শিক্ষায় আগ্রহী শিক্ষার্থীদের রোগী ও রোগ পরীক্ষার যথাযথ পদ্ধতি তথা তাশখীস বা রোগ নির্ণয়, তাজউঈয বা ঔষধ নির্বাচন, নুসখাহ্ নাউঈসী বা লিখিত ব্যবস্থাপত্র প্রদানের ব্যবহারিক জ্ঞান ও বাস্তব অনুশীলন শিক্ষা প্রদানের সুচারু ব্যবস্থা।

হোয়াটসাঅ্যাপ চ্যাট
মেসেঞ্জার চ্যাট