Updates

কোর্স মূল্যায়ন

শিক্ষা কার্যক্রম:

বাংলাদেশে “বাংলাদেশ বোর্ড অব ইউনানী অ্যান্ড আয়ুর্বেদিক সিস্টেমস্ অব মেডিসিন” এর শিক্ষা কারিকুলাম অনুযায়ী প্রণীত ডি,ইউ,এম,এস (ডিপ্লোমা ইন ইউনানী মেডিসিন অ্যান্ড সার্জারি) কোর্স চালু রয়েছে। ভোলা ইসলামিয়া ইউনানী মেডিকেল কলেজ উক্ত শিক্ষা কারিকুলাম অনুযায়ী পরিচালিত একটি ইউনানী চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানে প্রতি বছর জুলাই থেকে পরবর্তী বছরের জুন পর্যন্ত শিক্ষা বর্ষ গণনা করা হয়। এস এস সি, দাখিল অথবা তৎ সমমানে উর্ত্তীণ শিক্ষার্থী এখানে ভর্তি হতে পারেন। ভর্তির ক্ষেত্রে বয়স শীথিলযোগ্য হওয়ায় যে কোনো বয়সে ভর্তি হবার সুযোগ রয়েছে। ১ম বর্ষ থেকে ৪র্থ পর্যন্ত সকল বর্ষের চূড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণ হবার পর প্রত্যেককে ছয় মাসের ইন্টার্নশিপ (Internship) করতে হয়। যা আত্মপ্রত্যয়ীদের স্বনির্ভর ও আত্মমর্যাদাশীল কর্মক্ষেত্র তৈরীর সুনিপুণ ব্যবস্থা। শিক্ষা কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে কলেজের রয়েছে নিজস্ব স্বকীয়তা। যা ঐতিহ্যমন্ডিত ইউনানী চিকিৎসা বিজ্ঞানের তত্ত্ব ও তথ্য সমৃদ্ধি পারদর্শী চিকিৎসক তৈরিতে বিশেষ ভূমিকা রেখে চলছে।

কোর্সের বিভিন্ন পরীক্ষা:

শিক্ষার্থীদের একাডেমিক কাজে ধারাবাহিকভাবে মান বজায় রাখার চেস্টা করা হয়। এই কোর্সে ক্লাস টেস্ট, প্রথম সেমিস্টার পরীক্ষা, দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার মাধ্যমে মূল্যায়ন করা হবে। সেমিস্টার এবং পরীক্ষায় লিখিত, মৌখিক এবং ব্যবহারিক/ক্লিনিক্যাল অন্তর্ভুক্ত থাকবে। ফলাফল শিক্ষার্থীর অগ্রগতি বিবরনণীপত্রে লিপিবদ্ধ করা হবে। যদি না সে অনুষ্ঠিত ক্লাসের ন্যূনতম ৭৫% উপস্থিতি না থাকে  তাহলে শিক্ষার্থীকে বাংলাদেশ ইউনানী এন্ড আয়ুর্বেদিক সিস্টেমস অফ মেডিসিন বোর্ডের বার্ষিক কোয়ালিফাইং পরীক্ষায় অংশগ্রহন করতে দেওয়া হবে না।

বার্ষিক কোয়ালিফাইং পরীক্ষা:

বাংলাদেশ ইউনানী এবং আয়ুর্বেদিক সিস্টেমস অফ মেডিসিন বোর্ড ৪ বছরের (DUMS) কোর্সের জন্য বার্ষিক পরীক্ষা দিতে হবে। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে নির্বাচনী (টেস্ট) পরীক্ষা হবে। লিখিত, মৌখিক এবং ব্যবহারিক/ক্লিনিক্যাল পরীক্ষায় পৃথকভাবে ৪০% পাস নম্বর থাকবে।

হোয়াটসাঅ্যাপ চ্যাট
মেসেঞ্জার চ্যাট