ইউনানী চিকিৎসা শিক্ষার ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান ভোলা ইসলামিয়া ইউনানী মেডিকেল কলেজ। বাংলাদেশ ইউনানী অ্যান্ড আয়ূবেদিক সিস্টেম্স অব মেডিসিন বোর্ডের অনুমোদনক্রমে ১৯৮২ ইং সালে বরিশাল বর্তমানে বরিশাল বিভাগ (তৎকালীন খুলনা বিভাগে) কলেজটি প্রতিষ্ঠিত হয়। ১৯৮৪ সালে প্রতিষ্ঠানটি গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার- এর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়য়ের চিকিৎসা শিক্ষা শাখা হতে স্বীকৃতপ্রাপ্ত। প্রতিষ্ঠাতা অধ্যক্ষ হাকীম আবদুল লতিফ সাহেবের ভোলা সদর রোড হাবিবিয়া দাওয়া খানাতে অস্থায়ী কার্যলয় হিসেবে কয়েক জন শিক্ষার্থী নিয়ে ক্লাসের মাধ্যমে এই কলেজ এর কার্যক্রম শুরু হয়। ২০১৩ইং সালে ভোলা সদরের সংলগ্নে চরনোয়াবাদ, আলতাজের রহমান সড়ক নিজেস্ব জায়গার উপর দ্বি-তলা ভবন প্রতিষ্টা করা হয়।
হাকীম আবদুল লতিফ সাহেবের বড় ছেলে ডা. হাকীম আতাউর রহমান সহ তারা জমি ও অর্থ দান করে এবং কঠোর পরিশ্রম করে এ কলেজটি প্রতিষ্ঠিত করেছিলেন। সে আমলের সমাজসেবক ব্যক্তিত্বরা যারা কলেজের সাথে সংশ্লিষ্ঠ ছিলেন আলহাজ্ব ডাঃ আব্দুল মান্না, আলহাজ্ব ইলিয়াস মাস্টার, আলহাজ্ব গোলাম নবী আলমগীর, মোঃ আনোয়ার মিয়া, আলহাজ্ব সিদ্দিক কক্টেকটার, মাওলানা রুহুল আমি, ইদ্রিছ মিয়া, অধ্যপক নাছির উদ্দিন, অধ্যাপক মাওঃ নাজিম উদ্দিন প্রমুখ।
ভোলা ইসলামিয়া ইউনানী মেডিকেল কলেজ থেকে বিগত বছর গুলোতে কয়েকশ ছাত্র ইউনানী চিকিৎসক হিসেবে সারা দেশ ব্যাপি স্বাস্থ্য সেবা দিয়ে আসছে। বাংলাদেশ ইউনানী চিকিৎসা ও শিক্ষ প্রসারের মাধ্যমে সর্বস্তরের জনগণের স্বাস্থ্য সেবা নিশ্চিত করার লক্ষ্যে, এ কলেজটি প্রতিষ্ঠা করে। কলেজের জন্ম হতে বাংলাদেশ বোর্ড অব ইউনানী এন্ড আয়ুর্বেদিক সিস্টেমস্ অব মেডিসিন এর আওতাধীন বোর্ড পরীক্ষায় অংশগ্রহন করে আসছে এবং ১৯৮২ ইং সেশন হতে বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী বোর্ড পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়ে আসছে। অত্র প্রতিষ্ঠানটি গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার- এর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়য়ের চিকিৎসা শিক্ষা শাখা হতে স্বীকৃতপ্রাপ্ত এবং বাংলাদেশ ইউনানী অ্যান্ড আয়ূবেদিক সিস্টেম্স অব মেডিসিন এর নিয়ন্ত্রণাধীন।
ভোলা ইসলামিয়া ইউানানী মেডিকেল কলেজটি শুরু থেকে বর্তমান পর্যন্ত যারা অধ্যক্ষ দায়িত্ব পালনে ছিলেন তারা হচ্ছে, হাকীম আবদুল লতিফ, ড. হাকীম আতাউর রহমান, হাকীম আবুল কালাম আজাদী, বর্তমানে এ কলেজে অধ্যক্ষ দায়িত্বে রয়েছে হাকীম মোঃ রাজিউর রহমান।