Updates

ভর্তির সময়কাল

ভর্তির সময়:

ডিপ্লোমা ইন ইউনানী মেডিসিন অ্যান্ড সার্জারি (DUMS) ডিপ্লোমা কোর্সটি  চার বছর মেয়াদী এবং ছয় মাসের ইন্টার্নশিপ। এ প্রতিষ্ঠানে প্রতি বছর জুলাই থেকে পরবর্তী বছরের জুন পর্যন্ত শিক্ষা বর্ষ গণনা করা হয়। এস এস সি, দাখিল অথবা তৎ সমমানে উর্ত্তীণ শিক্ষার্থী এখানে ভর্তি হতে পারেন। ভর্তির ক্ষেত্রে বয়স শীথিলযোগ্য হওয়ায় যে কোনো বয়সে ভর্তি হবার সুযোগ রয়েছে। 

হোয়াটসাঅ্যাপ চ্যাট
মেসেঞ্জার চ্যাট