Updates

বিধি ও প্রবিধান

বিধি ও প্রবিধান (Rules & Regulations)

প্রযোজ্য: শিক্ষক, স্টাফ ও শিক্ষার্থীদের জন্য


১। সাধারণ নীতি (General Guidelines)

১.১. প্রত্যেক শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীকে কলেজের মর্যাদা, নিয়মনীতি ও শৃঙ্খলা বজায় রাখতে হবে।
১.২. কলেজ ক্যাম্পাসে শালীনতা ও ভদ্রতা বজায় রাখা আবশ্যক।
১.৩. ধর্ম, বর্ণ, জাতি বা লিঙ্গের ভিত্তিতে কোনো প্রকার বৈষম্য চলবে না।
১.৪. ক্যাম্পাসে ধূমপান, মাদকসেবন ও যেকোনো ধরনের অসামাজিক কার্যকলাপ সম্পূর্ণ নিষিদ্ধ।


২। শিক্ষকদের জন্য (For Teachers)

২.১. ক্লাস সময়মতো নিতে হবে এবং পাঠদানে আন্তরিকতা ও পেশাদারিত্ব বজায় রাখতে হবে।
২.২. শিক্ষার্থীদের প্রতি সদাচরণ বজায় রাখা আবশ্যক।
২.৩. কোনো ধরনের অনৈতিক বা পক্ষপাতমূলক আচরণ শাস্তিযোগ্য অপরাধ।
২.৪. প্রশাসনিক নির্দেশনা যথাযথভাবে পালন করতে হবে।
২.৫. গবেষণা ও একাডেমিক উন্নয়নে সক্রিয় অংশগ্রহণ করা উৎসাহিত করা হয়।


৩। স্টাফ/কর্মচারীদের জন্য (For Staff/Employees)

৩.১. অফিস সময় যথাযথভাবে পালন করতে হবে।
৩.২. দাপ্তরিক কাজ যথাসময়ে ও আন্তরিকভাবে সম্পন্ন করতে হবে।
৩.৩. সহকর্মী ও শিক্ষার্থীদের সঙ্গে সৌজন্যমূলক আচরণ বজায় রাখতে হবে।
৩.৪. দাপ্তরিক গোপনীয়তা রক্ষা করা বাধ্যতামূলক।
৩.৫. কোনো ধরনের দুর্নীতি বা অনিয়মে জড়িত থাকা যাবে না।


৪। শিক্ষার্থীদের জন্য (For Students)

৪.১. নিয়মিত ও পূর্ণ উপস্থিতিতে ক্লাসে অংশগ্রহণ বাধ্যতামূলক।
৪.২. নির্ধারিত ড্রেস অনুসরণ করতে হবে।
৪.৩. কলেজের লাইব্রেরি, ল্যাব, ও অন্যান্য সম্পদের যথাযথ ব্যবহার করতে হবে।
৪.৪. শিক্ষকদের প্রতি শ্রদ্ধাশীল আচরণ এবং সহপাঠীদের প্রতি সৌহার্দ্যপূর্ণ মনোভাব রাখতে হবে।
৪.৫. পরীক্ষা ও মূল্যায়নে কোনো ধরনের অসদুপায় অবলম্বন শাস্তিযোগ্য।
৪.৬. কলেজ কর্তৃপক্ষের পূর্বানুমতি ছাড়া কোনো সভা বা কার্যক্রম পরিচালনা করা যাবে না।


৫। শাস্তিমূলক ব্যবস্থা (Disciplinary Measures)

৫.১. যে কেউ উপরের কোনো নিয়ম লঙ্ঘন করলে প্রয়োজনীয় সতর্কবার্তা, শাস্তি বা বহিষ্কারের মতো ব্যবস্থা গ্রহণ করা হতে পারে।
৫.২. গুরুতর অপরাধের ক্ষেত্রে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


৬। অন্যান্য

৬.১. এই বিধিমালার যেকোনো অংশ সময়ের প্রয়োজনে সংশোধন বা পরিবর্ধন করার অধিকার কলেজ কর্তৃপক্ষ সংরক্ষণ করে।
৬.২. সকল শিক্ষক, স্টাফ ও শিক্ষার্থীর জন্য এই বিধিমালা মানা বাধ্যতামূলক।

হোয়াটসাঅ্যাপ চ্যাট
মেসেঞ্জার চ্যাট